Saturday, May 18, 2024
Google search engine
Homeঅন্যান্যলক্ষীর ভাণ্ডারে আধার লিংক শুরু হচ্ছে শীগ্রই

লক্ষীর ভাণ্ডারে আধার লিংক শুরু হচ্ছে শীগ্রই

লক্ষীর ভান্ডার বন্ধ হবে,করতে হবে আধার লিংক

মমতা ব্যানার্জীর সাধের প্রকল্প লক্ষীর ভান্ডারের সূচনা করেছিলেন। ২০২১ সালে দুয়ারে সরকারে মাধ্যমে লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছিল সেই ক্যাম্পে। বর্তমানে রাজ্যে ২ কোটিরও বেশি মহিলা প্রতি মাসে লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন। জেনারেল হলে ৫০০ টাকা ও তপশিলি জাতি ও তপশিলি উপজাতি হলে ১০০০ টাকা করে প্রতি মাসে। সাধারণত প্রতি মাসের ১০ তারিখের মধ্যেই এই লক্ষীর ভান্ডার টাকা ঢুকে যায় সবার ব্যাঙ্কে। সম্প্রতি এরই মধ্যে প্রায় ৩ লক্ষেরও বেশি লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে গেছে।

laxmi bhandar

চরম সমস্যায় পড়েছেন সেই মহিলারা কারো ২ মাস, তো আবার কারো ২ বছর ধরে লক্ষীর ভান্ডার টাকা বন্ধ হয়ে আছে। সমস্যা হলো আপনি যে প্রতি মাসে লক্ষীর ভান্ডার টাকা পাচ্ছেন আপনার সব কিছু ঠিক আছে তো একবার নজর দিন এদিকে, সবার ব্যাঙ্কে আদ্যার লিংক করতে হবে, সবার ব্যাঙ্কে টাকা থাকতে হবে, অর্থাৎ টাকা প্রতি মাসে আপনার ব্যাঙ্কে ঢুকছে কিন্তু আপনি একবার টাকলা তুলছেন না, এরকম হলে আপনার লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে। তাই ট্রাঞ্জাকশন করবেন নিয়ম মতো, তাহলে ব্যাঙ্কেরলেনদেন ঠিক থাকবে।

সরকার চিন্তা ভাবনা করেছে আগামী দিনে বেকার ভাতা (যুবশ্রী প্রকল্প) ও লক্ষীর ভাণ্ডারে আধার লিংক শুরু হবে। আধার লিংক অনলাইন হবে নাকি ফিঙ্গার প্রিন্ট দফায় হবে সেটা এখনো স্পট করেনি রাজ্য সরকার। নিজের আধার কার্ডে মোবাইল নম্বর অবশ্যই লিংক থাকতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!