Saturday, May 18, 2024
Google search engine
Homeচাকরিপ্রাথমিক শিক্ষক নিয়োগে এবার 'সুপারটেট' চালুর ভাবনা রাজ্যের

প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার ‘সুপারটেট’ চালুর ভাবনা রাজ্যের

প্রাথমিক শিক্ষকের নিয়োগের জন্য সুখবর | যেত উত্তীর্ণ হলেই মেলে ইন্টারভিউয়ের সুযোগ | কিন্তু লক্ষাধিক প্রার্থীর ইন্টারভিউ নেওয়া তো মুখের কথা নয় !প্রচুর সময় লাগে ইন্টারভিউয়ের জন্য | ফলে শিক্ষ নিয়োগেও দেরি হয়ে যায় |তাই এবার যেত এর পর অন্য একটি পরীক্ষা নিয়ে প্রার্থী তালিকা আরো সংক্ষিপ্ত করার চিন্তাভাবনা শুরু হয়েছে শিক্ষা দপ্তরের অন্দরে | কর্তাদের প্রাথমিক আলোচনার পর সেটির নাম দেওয়া হয়েছে ‘সুপারটেট’ | যদিও বিষয়টি এখনো আলোচনার স্তরে রয়েছে | এমনটা হলে ভালো হবে বলে মনে করছে শিক্ষা দপ্তরের কর্তারা | অন্যান্য রাজ্যে এমন নজির আছে বলে জানা গিয়েছে | শিক্ষ নিয়োগের জন্য কেন দরকার এই ‘সুপারটেট’ ? পরিসংখ্যান অনুযায়ী, ২০২২- এ মোট দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন | প্রথাগত নিয়মে তাদের সবারই ইন্টারভিউ হওয়ার কথা |

primary tet

এখন ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ চলছে | সেই সংখ্যাটা ৪০ হাজারের আশেপাশে | ফলে ইন্টারভিউ পর্ব শেষ করতেই ছয়মাস পেরিয়ে যাচ্ছে | এই প্রক্রিয়ায় প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগ হবে |অর্থাৎ বাকি থাকবে ৩০ হাজার প্রার্থী | তার সঙ্গে যোগ হবে আরো ২০২২ সালের আরো দেড় লক্ষ প্রার্থী, অর্থাৎ পরবর্তী নিয়োগে ২০১৪,২০১৭, এবং ২০২২ টেট মিলিয়ে প্রায় ১ লক্ষ ৮০ হাজার প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার কথা | নিয়োগ সংক্রান্ত এই ব্যাপারে স্বসচ্ছতা আনতে ইন্টারভিউ প্রক্রিয়া রেকর্ড করে রাখা হচ্ছে | সেভাবে চললে বছর দুয়েক লেগে যাবে |

এই ঝামেলা মেটাতেই প্রয়োজন হচ্ছে ‘সুপারটেট’ | এই পরীক্ষার মাধ্যমেই প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করে ইন্টারভিউ ও নিয়োগ দেওয়া হবে | তাতে বাঁচবে সরকারের বহুমূল্য সময় | শুরু তাই নয় আরো কিছু নিয়ম এস এস সি নিয়োগেও পরিবর্তন আনা হচ্ছে | এখানেও শিক্ষাগত যোগ্যতায় একাডেমিক স্কোরের গুরুত্ব কমবে | কারণ, এখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যে হারে ছাত্রছাত্রীরা নম্বর পায় , তার সঙ্গে কয়েকবছর আগের রেজাল্টের কোনো মিল নেই | প্রশনের ধরণ বদলানোর জন্য নম্বর বেড়েছে |

আবার করোনাকালে প্রথাগত পরীক্ষা নেওয়া যায়নি | তাই বাধ্য হয়ে সরকার পাশ ও নম্বর দিতে বাধ্য হয় | এই মূল্যায়ন কতটা যথাযথ তা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে শিক্ষামহল | এই ছাত্রছাত্রীরা শিক্ষকতায় আস্তে চাইলে বিশেষ সুবিধা বা বঞ্চিত না হন তার জন্য সরকারকে নজর দিতে হবে | মুলুত সেই জন্যই একাডেমিক স্কোরের গুরুত্ব কমিয়ে টেট এর নম্বর উপর গুরুত্ব দিতে চলেছে বোর্ড |

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!