Saturday, May 18, 2024
Google search engine
Homeট্রেন্ডিংদুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে ষষ্ঠ ক্যাম্প, থাকছে কমপ্লেন বাক্স

দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে ষষ্ঠ ক্যাম্প, থাকছে কমপ্লেন বাক্স

আজ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প সারা রাজ্যে , এই ক্যাম্পে থাকছে নতুন সুবিধা সাধারণ মানুষের জন্য,,২০২৩ সালের এই প্রথম দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে যেটি ষষ্ঠ ক্যাম্প | পরিষেবা নিতে এসে মানুষকে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য মমতা শুরু করেছে প্রতিটি দুয়ারে সরকার বুথে একটি করে কমপ্লেন বাক্স, এখানে মানুষ নিজের অসুবিধা কথা এই বক্সে জমা করতে পারবেন | এর পাশাপাশি প্রত্যন্ত এলাকার জন্য থাকছে মোবাইল ক্যাম্প | জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটার আগেই এটাই শেষ দফার দুয়ারে সরকার ক্যাম্প, তাই যেন মানুষ বেশি বেশি করে পরিষেবা পায় তার জন্য নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে |
এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কিছু প্রকল্প যোগ হয়েছে যেমন মেধাশ্রী প্রকল্প,ভবিষ্যত ক্রেডিট কার্ড , বিধবা ভাতা প্রকল্প | এইবার দুয়ারে সরকার ক্যাম্পে ৩৩টি প্রকল্পের পরিষেবা পাবে রাজ্যের সাধারণ মানুষ | এইবার দুয়ারে সরকার শুরু হয়েছে ১লা এপ্রিল থেকে চলবে ১০ এপ্রিল পর্যন্ত, পরিষেবা প্রদান করা হবে ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত | প্রতিটি ব্লকে থাকছে কন্ট্রোল রুম ও হেল্প নম্বর |

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!