Saturday, May 18, 2024
Google search engine
Homeঅন্যান্যস্বভাবিকের তুলনায় জুলাই মাসে বেশি বৃষ্টির আশঙ্কা

স্বভাবিকের তুলনায় জুলাই মাসে বেশি বৃষ্টির আশঙ্কা

জুলাই মাসে প্রচুর বৃষ্টি স্বস্তির খবর রাজ্যে

বৃষ্টি নেই বৃষ্টি নেই এরকম সবার মুখে একরকম কথা | সেই কথার অবসান হলো | জুলাই মাসে রাজ্যের বেশির ভাগ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে | এমনটাই পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর | চলতি মাসে কোথায় বৃষ্টি হবে তা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর | তাতে বলা হয়েছে ‘এল নিনো’ র ভ্রূকুটি সত্ত্বেও জুলাইয়ে সার্বিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে | পূর্ব, মধ্য, ও সংলগ্ন দক্ষিণ ভারতের কিছু অংশে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টি হতে পারে | এই এলাকার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গও | তবে মধ্য ও উত্তরবঙ্গের কিছু অংশে স্বভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে | দক্ষিণ ভারত ও উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ভারতের বেশির ভাগ অংশেই স্বাভাবিকের থেকে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা |

বর্ষার প্রথম মাসে (জুন) দেশের বড়ো অংশে, বিশেষ করে পূর্ব ভারতের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে | মাসের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়লেও সার্বিকভাবে বৃষ্টির ৩৬ শতাংশ ঘাটতি রয়েছে বলে জানাচ্ছে রাজ্যের কৃষি দপ্তর | দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম ও উত্তর ২৪ পরগনার একাংশ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির ঘাটতি ছিল |

পূর্বাভাস অনুযায়ী জুলাই মাসে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টি হলে খরিফ ফসল, বিশেষ করে আমন ধানের জন্য ভালো হবে | রাজ্য কৃষি দপ্তরের মুখ্য আবহাওয়াবিদ ড: মৃণালক্রান্তি বিশ্বাস জানিয়েছেন, জুলাই মাসে আমন ধানের চারা রোপনের মূল সময় | এদিকে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর | ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে |

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!