Saturday, May 18, 2024
Google search engine
Homeকৃষি ও কৃষকরাজ্যের প্রায় ১৫ লক্ষ কৃষক পি এম কিষানের টাকা এবার পাবেন না

রাজ্যের প্রায় ১৫ লক্ষ কৃষক পি এম কিষানের টাকা এবার পাবেন না

কেওয়াইসি ও আধার সংযোগ নেই,এমন কৃষকের পিএম কিষান এবার ঢুকবে না

প্রধামন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে ছয় হাজার করে দুইবার টাকা পান কৃষকরা | প্রতি বছর চার মাস অন্তর বছরে তিনবার করে ২০০০ টাকা করে কিস্তির টাকা পান কৃষকদের বড়ো একটা অংশ | এই প্রকল্পের ১৪ তম কিস্তির টাকা এমাসেই ঢোকার কথা | কিন্তু তার জন্য তিনটি কাজ সব কৃষকদের শেষ করার কথা | এই তিনটি কাজ শেষ না করলে এইবার কৃষকদের ব্যাঙ্কে এই কিস্তির টাকা ঢুকবে না |

প্রথম কাজ, কৃষকদের এই প্রকল্পের সাথে জমির ল্যান্ড রেকর্ড বা জমির তথ্য সংক্রান্ত নথি আপলোড করতে হয় ,দ্বিতীয়ত,ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধার লিংক করতে হয়, আর তৃতীয়ত, ই কেওয়াইসি জমা করতে হয় | সূত্রের খবর, এই রাজ্যে এখনো পর্যন্ত পি এম কিসবের সাথে ৪৯ লক্ষ ৬২ হাজার কৃষক আধার সংযুক্ত করেছেন | কিন্তু এই ১৪ তম কিস্তির জন্য সব শর্ত পূরণ করেছেন মাত্র ৩৪ লক্ষ ৭৫ হাজার জন | অর্থাৎ, কেন্দ্রের নির্দেশ অনুসারে এখনো বাকি ১৪ লক্ষ ৮৭ হাজার কৃষক |

শুধু নিয়ম না মানায় এইসব কৃষক এইবার ১৪ তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন | পি এম কিষানের টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের মধ্যে ৪৪ লক্ষ ৩৭ হাজার কৃষকদের আধার সংযোগ করানো আছে | মূল কথা এইবার ১৫ লক্ষ কৃষক পি এম কিষানের টাকা পাচ্ছেন না | ব্যাঙ্কে আধার লিংক না থাকা একটা বড়ো সমস্যা আর ই কেওয়াইসি না করা একটা বড়ো সমস্যা | যদি আপনার মহয় সব ঠিক আছে তাহলে চিন্তার কোনো দরকার নেই | যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনার জেলার নিকটবর্তী কৃষক অফিস যোগাযোগ করুন |

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!