Saturday, May 18, 2024
Google search engine
Homeট্রেন্ডিংএখনই ২০০০ টাকার নোট বন্ধ হচ্ছে না জানালো রিজার্ভ ব্যাঙ্ক

এখনই ২০০০ টাকার নোট বন্ধ হচ্ছে না জানালো রিজার্ভ ব্যাঙ্ক

প্যানকার্ড ও আধার কার্ড দিতে হচ্ছে নোট বদল করতে, বাতিল নয় নোট এখনই

২৩ মে থেকেই দেশে শুরু হয়েছে নোট বদলের পালা, কিন্তু এখন চাওয়া হচ্ছে প্যানকার্ড ও আধার নম্বর | প্রশ্ন তুলে চিঠি অর্থমন্ত্রকে | রিসার্ভ ব্যাঙ্ক বলেছিলো আর এক রকম কিন্তু বাস্তবে হচ্ছে র ঠিক উল্টোটা | রিসার্ভ ব্যাঙ্ক বলেছিলো ২০০০ টাকার নোট বদল করতে কোনো নথি বা প্রমাণপত্র দেখতে হবে না বা কোনো ফর্ম ফিলাপ করতে হবে না | এমনটাই জানিয়েছিল দেহসের রিসার্ভ ব্যাঙ্ক |

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর ঠিক উল্টো চিত্র | দেশের নানা প্রান্তে বেশ কয়েকটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের শাখায় নোট বদল করতে গিয়ে এর ঠিক উল্টোটাই দেখছে হচ্ছে সাধারণ মানুষদের | ২০০০ টাকার নোট জমা বা বদল করার সময় চাওয়া হচ্ছে প্যানকার্ড ও আধার কার্ড | সেই সঙ্গে জানা যাচ্ছে কে কত নোট বদল করলো বা জমা করলো তার হিসেবে দেওয়া হবে আয়কর দপ্তরকে | ২ হাজার নোটকে নোট বদলের প্রক্রিয়াকে সমস্যামুক্ত দাবি করা হলেও বাস্তবে একঝাঁক প্রশ্ন উঁকি দিচ্ছে সাধারন মানুষের মনে |

rs 2000 currency banned

ব্যাঙ্কের তরফে এই তথ্য আয়কর দপ্তরে পাঠানো হবে স্টেটমেন্ট ফিনান্সিয়াল ট্রান্সফার রিপোর্টার অঙ্গ হিসাবে | প্রতি বছরই এই রিপোর্ট ব্যাঙ্কের তরফে পাঠানো হয় | তবে সেটা সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে ১০ লক্ষ টাকা ও ৫০ লক্ষ্য টাকা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে | এই নিয়েই সবার মনে প্রশ্ন উঠছে | এদিকে সব ব্যাঙ্কের তরফে আধার কার্ড ও প্যানকার্ড চাওয়া হচ্ছে না | গোটা বিষয়টা নিয়ে অর্থমন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে | অর্থমন্ত্রক সূত্রে খবর, ২০০০ টাকার নোট এখনই বাতিল হচ্ছে না | ৩০ সেপ্টেরবরের পর সরকার ঠিক করবে কবে অবতিল হবে | এদিকে আবার ১০০০ টাকার নোট আসার সম্ভাবনা বেশি | আর ৭৫ টাকার নতুন কয়েন চালু করলো কেন্দ্র সরকার | খুব শিগ্রই বাজারে আসতে চলছে নতুন ৭৫ টাকার কয়েন |

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!