Saturday, May 18, 2024
Google search engine
Homeট্রেন্ডিংপশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় মোচা, জানালো আবহাওয়া দপ্তর

পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় মোচা, জানালো আবহাওয়া দপ্তর

কত তারিখ রাজ্যে আসছে ঘূর্ণিঝড় মোচা জেনে নিন

আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে শুরু হতে চলেছে শত্তিশালী ঘূর্ণিঝড় মোচা | ক্রমশ শক্তি বাড়িয়ে সেটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর | আবার সেটি ওডিশা -পশ্চিমবঙ্গ-বাংলাদেশ হয়ে মায়ানমার পর্যন্ত বেড়ে বঙ্গোপসাগরের ঠিক কোথায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তা নিশ্চিত করে বলা যায়নি | আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা শ্রী গনেশ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার নাগাদ আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া যাবে | এছাড়া,আরো দু-তিন দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে | আবহাওয়া দপ্তর এদিন ‘মডেল’ পর্যালোচনা করে জানিয়েছে, ৯ থেকে ১১ মে’র মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে পৌঁছে সেটি বাঁক নেবে উত্তর-পূর্ব দিকে |

mocha

বঙ্গোপসাগরের কোন অংশ থেকে ঝড়টি অভিমুখ পরিবর্তন করবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে | বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিল-মে মাসের দিকে কোনও ঘূর্ণিঝড় তৈরী হলে সেটি উত্তর-ওডিশা , পশ্চিমবঙ্গ,বাংলাদেশ বা মায়ানমার উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থাকে বেশির ভাগই | মোচার প্রাথমিক অভিমুখও সেদিকেই ইঙ্গিত করছে | এই সময় এমনিতেই দক্ষিণ ওডিশা বা অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ধেয়ে যাওয়ার প্রবণতা কম থাকে | এই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্ত্রিসভার বৈঠকে ঝড়বৃষ্টি ও দুর্যোগ নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন | সম্প্রতি রাজ্যে ঝড় ও বজ্রপাতে ১৭ জন মারা গিয়েছেন | 2020 ও 2021 সালের মে মাসে উম-পুন্ এবং যশ ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এরকমই হয়েছিল |

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!