Saturday, May 18, 2024
Google search engine
Homeচাকরিরাজ্যে ৬০,০০০ গ্রূপ D পদে চাকরির বিজ্ঞপ্তি শিগ্রই শুরু হতে চলেছে

রাজ্যে ৬০,০০০ গ্রূপ D পদে চাকরির বিজ্ঞপ্তি শিগ্রই শুরু হতে চলেছে

মমতার নতুন ঘোষণা রাজ্যে প্রচুর চাকরি নিয়োগ হতে চলেছে

রাজ্যে খুব শিগ্রই কয়েক হাজার শূন্যপদে গ্রুপ D চাকরির নিয়োগ হতে চলেছে | নতুন করে পথ চলা শুরু করেছে রাজ্যের নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন | অফিসগুলিতে কর্মী নিয়োগের জন্য ১৭ এপ্রিল নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার | নতুন কমিশন শুরুতেই সরকারি অফিসগুলিতে কয়েক হাজার গ্রুপ D কর্মী নিয়োগের তোড়জোড় শুরু করেছে | সম্প্রতি নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে | কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে |

job

সংক্লিষ্ট আইনে বলা আছে, চেয়ারম্যান ও সর্বাধিক ছয় সদস্যের কমিশন গঠন করতে হবে | এই পদগুলিতে কাদের কে নিয়োগ করা হবে, সে নিয়ে সরকারি অন্দরে জোর জল্পনা চলছে | সরকারি অফিস নিয়োগের জন্য ২০১৬ সালের জানুয়ারিতে একটি বিশেষ রিকুটমেন্ট বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার | মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক নির্দেশে এক অবসরপ্রাপ্ত আমলার নেতৃত্বে ওই বোর্ড গঠন করা হয় | কিন্তু বছরখানেক আগেই মন্ত্রিসভায় ওই বোর্ড তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে |

তার আগে অবশ্য ওই বোর্ড ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় ছয় হাজার গ্রুপ D কর্মী নিয়োগ করে | সফল প্রার্থীদের প্যানেল টো১৮ সালের অগাস্ট মাসের দিকে প্রকাশিত হয় | সেদিন থেকে এখনো পর্যন্ত রাজ্য সরকারি অফিসে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ D পদে কোনও নিয়োগ হয়নি | স্বাভাবিকভাবে শূন্যপদের সংখ্যা বাড়ছে | রিকুটমেন্ট বোর্ড গঠনের সময় সরকারিভাবে জানানো হয়েছিল ৬০ হাজার গ্রুপ D কর্মী নিয়োগ করা হবে | কিন্তু বোর্ড উঠে যাওয়ায় তা আর হয়নি | সেই সঙ্গে বিগত বছরগুলিতে কয়েক হাজার আরো বেশি শূন্যপদ তৈরী হয়েছে | সংক্লিষ্ট মহল মনে করছে , এবার ধাপে ধাপে শূন্যপদ পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন | এই বোর্ড পাশ করানোর জন্য বিধাসভায় বিল পাশ করানো হয় | তাতে রাজ্যপালের অনুমোদের পর সরকার কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে |

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন

Recent Comments

error: Content is protected !!